
সমীকরণ ডেস্ক: মার্কিন পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা ইস্যুতে দেশের অবস্থান অবহিত করতে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রথম গোপনীয় ব্রিফিং দিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এটাকে মার্কিন নির্বাচনে প্রধান দুই দলের প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ট্রাম্পের জন্য বড় একটি সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের এফবিআইয়ের পরিচালকের অফিসে এ গোয়েন্দা ব্রিফিং অনুষ্ঠিত হয়। খবর এএফপির। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকেও আলাদাভাবে ব্রিফিং দেবে এফবিআই। যুক্তরাষ্ট্রের জন্য বৈশ্বিক হুমকি ও নিরাপত্তা ইস্যুতে দেশের অবস্থান সম্পর্কে অবহিত করতে প্রেসিডেন্ট প্রার্থীদের সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর ব্রিফিং অনুষ্ঠিত হয়ে থাকে। পরে নভেম্বরের নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হন তাকেও চূড়ান্ত ব্রিফিং দেয় গোয়েন্দারা। এনবিসির খবরে বলা হয়, ট্রাম্পকে গোয়েন্দা অপারেশন ও গুপ্তচরবৃত্তির কোনো তথ্য দেয়নি গোয়েন্দারা। এ ব্রিফিংয়ে নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিসটাই ও সাবেক এএফবিআই কর্মকর্তা অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল ফ্লাইন উপস্থিত ছিলেন। এর আগে সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ রুখে দিয়ে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কর্মপন্থা নির্ধারণে নিজের উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এফবিআইসহ দেশের সংস্থাগুলোর ওপর তার কোনো আস্থা নেই। তিনি আরও বলেন, তাদের (গোয়েন্দাদের) ব্যবহার করা খুবই সহজ। তবে আমি তাদের ব্যবহার করব না, কারণ তারা খুব খারাপ সিদ্ধান্ত নিচ্ছে। তবে তা সত্ত্বেও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ায় প্রথা অনুযায়ী দেশের অবস্থান সম্পর্কে অবহিত করতে ট্রাম্পকে ব্রিফ করে এফবিআই।