ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়লো : চুয়াডাঙ্গায় ৭ম দিনে ১৬১ মামলা
- আপলোড টাইম : ০৮:৪৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
- / ৩৬৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ট্রাফিক সপ্তাহ ৭ম দিনে বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গায় ১৬১ চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং আটক হয়েছে একটি মোটরসাইকেল। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের করা আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ই আগস্ট থেকে শুরু হওয়া সাতদিন ব্যাপী ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানো হয়েছে। এর আগে ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ নিজে উপস্থিত হয়ে যাদের মোটরসাইকেল ও গাড়ীর প্রয়োজনীয় কাগজপত্র, মাথায় হেলমেটসহ ড্রাইভিং লাইসেন্স আছে তাদের ট্রাফিক পুলিশদের সাথে নিয়ে ফুল দিয়ে সাধুবাদ দিতেও দেখা যায়।
এদিকে, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে চলমান ট্রাফিক সপ্তাহ আরও তিন দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিট পুলিশ-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার জানান, গত ছয়দিনে ৫২ হাজার ৪১৭টি মামলা দেওয়া হয়েছে, ১১ হাজার ৪শ ৭২জন ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিটনেস পরীক্ষা করে ৫ হাজার ৫শ ৭২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৩ কোটি টাকারও বেশি।