খেলাধুলা ডেস্ক: দুদিন আগে সিডনিতে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বার্ষিক সভায় অংশ নিয়েছিলেন সাকিব আল হাসান। সভায় বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দেওয়া বক্তব্যকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমকে রিকি পন্টিং যা জানিয়েছেন, সেটি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য অশনিসংকেত। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জানিয়েছেন, সভায় সাকিব তুলে ধরেছেন বাংলাদেশ ক্রিকেটের কঠিন এক বাস্তবতা। বিশ্বসেরা অলরাউন্ডার সভায় বলেছেন, টি-টোয়েন্টি থেকে বেশি আয়ের সুযোগ থাকায় বাংলাদেশের অসংখ্য তরুণ ক্রিকেটার টেস্ট ক্রিকেটকে আর তাঁদের লক্ষ্য হিসেবে দেখেন না। এমসিসির সভায় অংশগ্রহণকারীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ২০ ওভারের ক্রিকেট তরুণদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলে শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্ব অনেক দেশের খেলোয়াড়দের কাছে কমে যাবে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।