টানা বৃষ্টিতে দামুড়হুদায় ফসলের ক্ষতি
- আপলোড টাইম : ০৮:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে
টানা চার দিনের বৃষ্টিতে দামুড়হুদা উপজেলার সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সবজি ক্ষেতের জমিতে পানি জমে ফসল নষ্ট হয়েছে।
জানা যায়, টানা বৃষ্টির ফলে দামুড়হুদা উপজেলার বিভিন্ন নিচু ফসলি জমিতে পানি জমে গেছে। এতে পেঁপে, কাঁচা মরিচ, পাকা ধান ও কপি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে। পেঁপে গাছ ভেঙে পড়েছে এবং কোথাও কোথাও গাছের গোড়ায় পচন ধরেছে। কাঁচা মরিচগাছ পানি জমে ঝিমিয়ে পড়েছে, এবং কপি গাছের গোড়ায় পানি ওঠায় গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া, অনেক পুকুরের পানি বেড়ে মাছ ভেসে গেছে।
স্থানীয় কৃষকেরা বলছেন, চার দিনের এই টানা বৃষ্টিতে কৃষকদের ক্ষতি অপূরণীয়। কৃষকরা প্রাকৃতিক দুর্যোগের এই ক্ষতিতে সরকারের সহযোগিতা কামনা করছেন।
কাঞ্চনতলা গ্রামের কৃষক রকিবুল ইসলাম বলেন, ‘আমার দুই বিঘা আউশ ধান ছিল। ধান কেটে রেখেছিলাম, কিন্তু টানা বৃষ্টিতে সব ধান পানিতে তলিয়ে গেছে। আল্লাহ যা ভালো মনে করেছেন, তাই হয়েছে।’
একই গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘আমি দুই বিঘা কপি লাগিয়েছিলাম। সব পানি উঠেছে। এত খরচ করেও ফসল তুলতে পারলাম না।’
দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন, ‘টানা বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কতটুকু ক্ষতি হয়েছে তা মাঠ জরিপের পর জানা যাবে।’