চুয়াডাঙ্গা শনিবার , ১৮ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ

নিউজ রুমঃ
নভেম্বর ১৮, ২০২৩ ৩:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায়
পৃথক পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, বিপ্লব(৪০), রঞ্জু(২৪), মনির(৩৫), বাবু(২৮), বাবু(২৬) হেলাল(২৮) রোকসানা (৩৪) আবু নাসের(২৭), হাসান মিয়া(২৮), মহর আলী(৫০), মেহেদী (২৭), ফরহাদ(২৬), সেন্টু মিয়া(৩৮), ও সাকিব(২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভিন্ন কারনে বিপ্লব ও সেন্টু মিয়ার মধ্যে পারিবারিক শত্রুতা চলে আসছিল। গত ১৭ জুলাই রাতে সেন্টু মিয়া মাতাল অবস্থায় বিপ্লবের বাড়ির সামনে দাড়িয়ে অশ্লীল  ভাষায় গালি গালাজ করতে থাকে। বিপ্লব এর প্রতিবাদ করলে ঝগড়ার শুত্রপাত হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে কমপক্ষে ১০ জন আহত হয়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।