ঝিনাইদহ সীমান্তে বাংলাদেশী হত্যা জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ বিজিবির

Jhenidah-BGB-Protibad-Picty

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শুক্রবার আলম হোসেন নামে এক বাংলাদেশী নাগরিক হত্যার তীব্র প্রতিবাদ ও হত্যারসঙ্গে দায়ী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছে বিজিবি। শনিবার খালিশপুর ৫৮ বিজিবি পক্ষ থেকে এক পতাকা বৈঠকে এ দাবী জানানো হয়। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৭-এস এর নিকট বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠরে আয়োজন করা হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম তাজ। অন্যদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট এস বি মূখার্জি। পতাকা বৈঠকে গত ০৫ আগস্ট শুক্রবার বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক মোঃ আলম (৩০) হত্যার ব্যাপারে জোড় প্রতিবাদ জানানো হয় এবং উক্ত বাংলাদেশী নাগরিককে হত্যার সাথে জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজিবির পক্ষ থেকে অনুরোধ করা হয়। বৈঠকে বাংলাদেশী নাগরিক হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, গরু চোরাচালানীদের সাথে জড়িত ভারতীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং মাদকদ্রব্য ও গরু চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। ভবিষ্যতে যে কোন পরিস্থিতিতে বাংলাদেশী নাগরিককে বিএসএফ কর্তৃক গুলি চালানো বন্ধ করা এবং অসদাচরণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর প্রতি আহব্বান জানানো হয়। অন্যদিকে বিএসএফ এর কমান্ড্যান্ট এস বি মূখার্জি বৈঠকে বাংলাদেশী নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, কাটাতারের বেড়া কাটা এবং দেশীয় ধারালো অস্ত্র দ্বারা বিএসএফকে আঘাত না করার জন্য অনুরোধ জানান। শনিবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।