ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের আরাপপুর মাষ্টারপাড়া থেকে ইয়াবাসহ মশিউর রহমান মুসা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটক মশিউর রহমান আরাপপুর পশ্চিমপাড়ার মৃত ছবেদ আলী বিশ্বাসের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি এম এ হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আরাপপুর এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশেল এসআই মাহাবুল করিম, এএসআই আবুল কাশেম, শেখ সোহেল সেখানে অভিযান চালিয়ে ২০পিচ ইয়াবাসহ মশিউর রহমানকে আটক করে। সে ওই এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে জানায় পুলিশ।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।