চুয়াডাঙ্গা মঙ্গলবার , ২৩ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ র‌্যাবের গোপন সংবাদের ভিত্তিতে দর্শনায় অভিযান ২ মাদকব্যবসায়ী ফেনসিডিল ও ইয়াবাসহ আটক

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ২৩, ২০১৬ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

Jhenidah-2-man-arrest--with

ঝিনাইদহ অফিস: চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিল, ইয়াবা ও নগদটাকা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। সোমবার ভোবরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকৃতরা হলো ওই জেলার আকুন্দবাড়ীয়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে আব্দুর রহমান (৬৫) ও একই গ্রামের তারু মিয়ার ছেলে নাজিম উদ্দিন (২৫)। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, আকুন্দবাড়ীয়া গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে এমন সংবাদ পায় তারা। সোমবার সকালে অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে আব্দুর রহমান ও নাজিম উদ্দিন নামে দুই জনকে ৪’শ ১২ বোতল ফেন্সিডিল, ৫৪ পিচ ইয়াবা ও নগদ ৫৭ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।