ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে ট্রাক চাপায় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নিহত
- আপলোড টাইম : ০৯:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
- / ৩৭০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ফিরে প্রিয়জনদের সাথে ঈদ করা হলো না ছাত্রনেতা সেতুর
ঝিনাইদহ অফিস: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মোটরসাইকেলেই ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন শাহফেজ শাহরিয়ার সেতু। তিনি মৃত্যুর ৭ ঘন্টা আগে তার ফেসবুকে সেতু লিখেছেন “প্রিয়জন এর সাথে ঈদ করতে বাড়ির পথে, সপ্ন যাবে বাড়ি আমার, ঢাকা টু চুয়াডাঙ্গা ২৫০ কিলো”। কিন্তু সেতুর প্রিয়জনদের সাথে স্বপ্ন পুরণের সেই সাধ অপূর্ণ থেকে গেল। এসময় মোটরসাইকেলসহ ৭টি ছবি একটি ভিডিও পোষ্ট করেন সেতু। ঝিনাইদহ সদর উপজেলার পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে ট্রাক চাপায় ঢাকা কলেজের মাষ্টার্ষের ছাত্র ও জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহফেজ শাহরিয়ার সেতু (২১) নিহত হন। মৃত্যুর সাথে সাথে চুর্ণবিচুর্ণ হয় তার বাবা-মায়ের সাথে ঈদ করার স্বপ্নœ। দুর্ঘটনার সময় তার দুই সহকর্মীও আহত হন। নিহত সেতু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। গত রোববার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে তার ফেসবুকে উল্লেখ আছে। ঝিনাইদহ
সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঈদের ছুটিতে হতাহতরা মটরসাইকেল যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। তারা পাঁচমাইল ঘোড়ামারা নামক স্থানে পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন সেতু। তবে তিনি শিক্ষার্থী কিনা তা আমি জানি না। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।