ঝিনাইদহ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৩
- আপলোড টাইম : ০৮:৩৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
- / ৩৩৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের শিশু হাসপাতালের সামনে ফিরোজা ফার্মেসির ভিতরে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে ৩ জনকে আটক করেছে পুলিশ। ওইদিন রাত ১১টার দিকে তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা কর হয়। নিহত মিজানুর জেলার শৈলকুপা উপজেলার দিঘল গ্রামের মৃত মনোয়ার হোসেন মন্টুর ছেলে। পুলিশ জানান, শুক্রবার রাতে শিশু হাসপাতালের সামনের স্থানীয় দোকানদাররা দেখতে পান ফিরোজা ফার্মেসীর মালিক আমিরুল ইসলাম রক্তাক্ত ছুরি হাতে দৌড়ে পালিয়ে যায়। এ অবস্থায় পুলিশকে খবর দিলে তারা এসে দোকানের তালা ভেঙে মিজানুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহতের ভাগ্নে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, ব্যবসা সংক্রান্ত কাজে প্রায়ই আমিরুলের দোকানে আড্ডা দিতেন তার মামা মিজানুর রহমান। সেই রাতেও একইভাবে দোকানে বসেছিলেন। আমিরুলের কাছে ট্রাক কেনার জন্য সাড়ে ৭ লাখ টাকা দিয়েছিলেন তার মামা। ধারণা করা হচ্ছে এ টাকা নিয়ে কোনো ঝামেলার কারণে সে মামাকে হত্যা করেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ইমদাদুল হক জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা দেখা হচ্ছে।