ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কলাবাগানপাড়ায় তিনটি সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান কাজল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন, ওবাইদুর রহমান ওল্টু, বাচ্চু মিয়া ও ঠিকাদার স্বপন কুমার উপস্থিত ছিলেন। কামাল উদ্দীন জানান, পর্যায়ক্রমে পৌরসভার সব রাস্তা মেরামত করা হবে। তিনি পৌরবাসীকে এ কাজে সহায়তা করার জন্য আহ্বান জানান।