চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আল মামুনকে সংবর্ধনা

নিউজ রুমঃ
অক্টোবর ৬, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন জেলা বিএনপির সহসভাপতি মনোনীত হওয়ায় তাঁকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন সদর উপজেলার সাধুহাটি ও সাগান্না ইউনিয়ন বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেলে ডাকবাংলা বাজারে আলাউদ্দিন আল মামুনের বাসার তিনতলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি এবং সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, ইসরাফিল মিয়া, জাকির হোসেন, ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আ. রহমান কামাল, ওলিয়ার মেম্বার, ওলিয়ার রহমান ও ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম মণ্ডল।

আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রিপন আহম্মেদ, আলামিন মিয়া, আ. মালেক মিয়া, হাবিব মিয়া, টোকন মিয়া, আফছার মণ্ডলসহ সাগান্না, সাধুহাটি বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী আরশাদ আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।