প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহের সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন জেলা বিএনপির সহসভাপতি মনোনীত হওয়ায় তাঁকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন সদর উপজেলার সাধুহাটি ও সাগান্না ইউনিয়ন বিএনপির অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বুধবার বিকেলে ডাকবাংলা বাজারে আলাউদ্দিন আল মামুনের বাসার তিনতলায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি এবং সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, ইসরাফিল মিয়া, জাকির হোসেন, ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আ. রহমান কামাল, ওলিয়ার মেম্বার, ওলিয়ার রহমান ও ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম মণ্ডল।
আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা রিপন আহম্মেদ, আলামিন মিয়া, আ. মালেক মিয়া, হাবিব মিয়া, টোকন মিয়া, আফছার মণ্ডলসহ সাগান্না, সাধুহাটি বিএনপির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী আরশাদ আলী।