ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার সুয়াদি গ্রাম থেকে ৩টি ককটেলসহ রতন আলী (২৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ছব্দুল বাহিনীর সদস্য রতন একই উপজেলার ধোপাবিলা গ্রামের রফি বিশ্বাসের ছেলে। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, কোটচাঁদপুরের সুয়াদি গ্রামে শনিবার রাতে সন্ত্রাসীদের নিয়ে বৈঠক করছিলো রতন। পুলিশ গোপন সংবাদের অভিযান চালিয়ে রতন আলীকে ৩টি ককটেলসহ গ্রেফতার করে। পুলিশ জানায় রতনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী, মুক্তিপণ, সন্ত্রাস সৃষ্টি ও ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।