ঝিনাইদহ কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার ফুলবাড়ি গেট নামকস্থানে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৪৩) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক (কৃষি) ও পৌরসভার ফয়লা গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘঠনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিলকমল রায় জানান, শিক্ষক রবিউল ইসলাম বারবাজার ফুলবাড়ি নামক স্থান দিয়ে ট্রেন লাইন পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে ঘটনাস্থলেই সে নিহত হন। কালীগঞ্জ ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বারোবাজার রেলস্টেশন মাস্টার নজরুল ইসলাম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।