চুয়াডাঙ্গা সোমবার , ৭ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনে পুরস্কার বিতরণ

নিউজ রুমঃ
মার্চ ৭, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ কেয়ারটেকার, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে এই পুরষ্কার বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান। অনষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ মনিরুজ্জামান, মাওলানা ওবায়দুল্লাহ ও ফিল্ড অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ তিনজন কেয়ারটেকার, সদর উপজেলার তিনজন শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের তিনজন  ও কোরআন শিক্ষা কেন্দ্র্রের তিনজন শিক্ষার্থীকে ইসলামিক ফাউন্ডেশনের বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।