
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২৩ কিলোমিটার ব্যাপী জঙ্গি বিরোধী এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার প্রায় অর্ধশতাধিক স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। শনিবার সকাল ১০টায় সদর উপজেলা বিষয়খালী বাজার থেকে কালীগঞ্জ উপজেলার বারোবাজার পর্যন্ত কুষ্টিয়া-খুলনা মহাসড়ক জুড়ে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষও অংশ নেন। মানববন্ধন কর্মসুচীতে বিষয়খালী স্কুল এন্ড কলেজ, মাহতাব উদ্দিন কলেজ, কালীগঞ্জ মহিলা কলেজ, সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সুলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোবারকগঞ্জ চিনিকল, বারবাজার কলেজ, বারবাজার মাধ্যমিক ও বালিকা বিদ্যালয়সহ প্রায় ৫০টি বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেই। ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে এক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, নবচিত্রের প্রধান সম্পাদক হাজী শহিদুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি প্রমুখ।