ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১ শ গ্রাম গাঁজাসহ গোলাম আযম (৫৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছেন। গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার হলিধানী ইউনিয়নের কাতলামারি সড়কের কাদের মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
কাতলামারি পুলিশ ফাঁড়ির এএসআই জালাল উদ্দীন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কাতলামারি সড়কে কাদের মোড় এলাকায় মাদক বিক্রি হচ্ছে। আমি ও এএসআই রিয়াজুল ইসলাম ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করি। সেখান থেকে গোলাম আযম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছে থেকে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গোলাম আযম হরিণাকু-ু উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে।
কাতলামারি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুজ্জামান জানান, গত শনিবার দিবাগত রাত ১০টার দিকে গোলাম আযম নামের একজনকে ১ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।