
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ছাত্রলীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ছাত্র সমাজের করণীয় শীর্ষক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রানা হামিদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা আওযামী লীগের সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান।