
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় উম্মে রুকাইয়া (১১) নামে এক শিশু ও লতিফুল কবীর (৫৪) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকার গাড়ির ধাক্কায় গত বৃহস্পতিবার রাতে নিহত হয় উম্মে রুকাইয়া। সে পঞ্চম শ্রেণির ছাত্রী ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে।
এদিকে, গতকাল শুক্রবার দুপুরে কোটচাঁদপুরের ফুলবাড়িয়া গেট নামক স্থানে ইট বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক লতিফুল কবীর নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের আবু তাহের বিশ^াসের ছেলে ও কোটচাঁদপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজগর আলী এ খবর নিশ্চত করে জানান, কোটচাঁদপুরে কৃষি মেলার প্রস্তুতি সভা করে বাড়ি ফিরছিলেন লতিফুল। এসময় কোটচাঁদপুরের ফুলবাড়িয়া গেট নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন।
অপর দিকে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শৈলকুপার শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল শিশু উম্মে রুকাইয়া। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথীর প্রাইভেটকারের ধাক্কায় উম্মে রুকাইয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রুকাইয়ার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে শিরিনা খাতুন বিথী বলেন, ‘ঘটনাটি অনাকাক্সিক্ষত ছিল ও অসাবধানতাবশত দুর্ঘটনাটি হয়েছে। দুর্ঘটনার সময় ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে চরমভাবে মর্মাহত করেছে।’ শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাইভেটকারের ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে একটি শৈলকুপা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।