সমীকরণ প্রতিবেদক:
ঝিনাইদহ জেলার মহেশপুরে অভিযান চালিয়ে সালাম মণ্ডল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে জেলার মহেষপুর থানাধীন চরকতলা বাজার এলাকা থেকে ২ কেজি গাজাসহ সালামকে আটক করা হয়। আটক সালাম মণ্ডল মহেষপুর থানার কৃষ্ণপুর গ্রামের মৃত জালাল মণ্ডলের ছেলে। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত মাদক দ্রব্য ও আটককৃত মাদক ব্যবসায়ীকে মহেষপুর থানায় হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ এর ৩৬(১) সায়ণির ১৯(ক) ধারার মামলা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।