ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ রতন মন্ডল (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব। আটক রতন মন্ডল চুয়াডাঙ্গা জেলার দর্শনা মোবারকপুর এলাকার আব্বাস মন্ডলের ছেলে। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ রতন মন্ডলকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলেও জানায় র্যাব। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।