ঝিনাইদহে যুবলীগ নেতার ভাই গুলিবিদ্ধ

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরে আরাপপুর এলাকায় বুধবার রাতে দুই পক্ষের গোলাগুলিতে হাসানুজ্জামান শাবলু (৪৪) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে জরুরী ভাবে ঝিনাইদহ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হাসানুজ্জামান শহরের কলাবাগান এলাকার মীর মোতাহার হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ আরিফ জানান, বুধবার রাতে হাসানুজ্জামান নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অব¯’ায় হাসপাতালে আসেন। তার পেটের বাম দিকে গুলিবিদ্ধ হয়েছে। গুলিটি পেটের ভিতরেই রয়ে গেছে। আশংকা থাকায় তাকে জরুরী ভাবে রাতেই রেফার্ড করা হয়েছে। গুলিবিদ্ধ হাসানের ভাই যুবলীগ নেতা ফারুকুজ্জামান লাভলু জানান, কারা গুলি করেছে তা আমরা সনাক্ত করেনি। আমি ভাইয়ের চিকিৎসার জন্য সাখে যা”িছ। ফিরে এসে মামলা করা হবে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, খবর পেয়ে আমরা ঘটনা¯’লে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।