ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে মাস্কবিহীন চলাচল করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক। এসময় তিনি সরকারি দণ্ডবিধি অনুযায়ী মাস্ক বিহীন চলাচল প্রত্যেককে দুইশ টাকা করে জরিমানা করেন।
আদালত পরিচালনাকালে তিনি সকলকে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেন। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।