ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে মরহুম জাহিদ হোসেন মুসা মিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের জাহেদী ফাউন্ডেশন একাডেমিক হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ। এসময় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাড. আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, মহেশপুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলী আকবর, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক বি সি বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, এক্স কাঞ্চননগরিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন ও ঠিকাদার বাবুল আক্তার। পরে মুসা মিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
