ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে জিহাদ (১০) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। সে কালুহাটী মসজিদ পাড়ার ওহিদুল ইসলামের ছেলে। চাচাতো ভাই মুক্তার হোসেন জানান, গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরতে গেলে পল্লী বিদ্যুতের সাইট লাইনের তারে স্পৃষ্ট হয় জিহাদ। তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শিশু জিহাদের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।