চুয়াডাঙ্গা শুক্রবার , ২৮ আগস্ট ২০২০
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বাস ও ট্যাংকলরির সংঘর্ষে ১০ জন আহত

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২০ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় বাস ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিল। পথের মথ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যমুনা গ্যাস কোম্পানি একটি ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকি ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।