ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে সদর উপজেলার লেবুতলা এলাকা থেকে ৫৮ বোতল ফেনসিডিলসহ বকুল হোসেন (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার দুপুরে তাঁকে আটক করা হয়। আটক বকুল হোসেন জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ফেনসিডিল নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন বকুল হোসেন। গোপন সংবাদে ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার লেবুতলা এলাকায় অভিযান চালিয়ে বকুলকে আটক করা হয়। এ সময় বকুলের কাছে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় বকুলের বিরুদ্ধে মামলা হয়েছে।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।