প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে এইড ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত Promoting Rights and Inclusion of the Disabled People for their Empowerment (PRIDE) প্রকল্পের আওতায় ৪০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষাধীদের মধ্যে টিউশন ফি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ উপজেলা অডিটরিয়ামে এ টিউশন ফি প্রদান অনুষ্ঠানের অয়োজন করা হয়। প্রতিবন্ধী শিশুপুনর্বাসন কর্মসূচির সহকারী পরিচালক সুরাইয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বদরুদ্দোজা শুভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদরের সমাজসেবা অফিসার। কমিউনিটি মোবিলাইজার এনামুল কবিরের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের সিবিআর ওয়ার্কার তাপস কুমার দেবনাথ, মধু মন্ডল বাকচী, নুরুল ইসলামসহ উক্ত প্রকল্পের সকল কর্মীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যকে ইশারা ভাষায় উপস্থাপন করেন প্রকল্পের ইসিডি শিক্ষক মাকছুদা আক্তার স্বর্ণ।
প্রধান সম্পাদক : নাজমুল হক স্বপন, সম্পাদক ও প্রকাশক : মো. শরীফুজ্জামান। পুলিশ পার্ক লেন, কোর্ট রোড চুয়াডাঙ্গা থেকে কম্পোজ করে হুছাইন প্রিন্টিং প্রেস বড় বাজার থেকে প্রকাশক কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক : ০১৭০৫৪০১৪৬৪, বার্তা বিভাগ: +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬, ০১৭০৫৪০১৪৭৪, অনলাইন বিভাগ: ০১৭০৫৪০১৪৬৩, বিজ্ঞাপন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৬, সার্কুলেশন বিভাগ : ০১৭০৫৪০১৪৬৭ প্রধান অফিস: পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা, ঢাকা অফিস: ১৬৭/৭, ফ্লোর- ৩, ফকিরাপুল, ঢাকা।
© কপিরাইট - ২০২২ | দৈনিক সময়ের সমীকরণ কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত