ঝিনাইদহে প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ থেকে প্রতারক চক্রের সদস্য রাজু শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু মাগুরার শ্রীপুর উপজেলার চর মহেশপুর গ্রামের দাউদ শেখের ছেলে।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন জানান, প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিকাশ থেকে টাকা হাতিয়ে নিতেন রাজু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করেছেন, তিনি সাধারণ মানুষকে ‘বিকাশ অ্যাকাউন্ট আপগ্রেটের কাজ চলছে, বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড এসএমএস করা হয়েছে, সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে’ বলে মানুষের সঙ্গে প্রতারণা করত। রাজুর প্রতারণার শিকার হয়ে দিপক মন্ডল নামের এক ব্যক্তি অভিযোগ করেছিল। এর পরিপ্রেক্ষিতে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজকে গ্রেপ্তাার করে। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়েছে।