ঝিনাইদহে পিকনিকের টাকা না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

আত্মহত্যা

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের সদর উপজেলায় আপন হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার পাগলাকানাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আপন ওই এলাকার আক্তার ড্রাইভারের ছেলে। ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত স্কুলছাত্র আপন স্থানীয় এ এম মতলেবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে পিকনিকে যাওয়ার জন্য মায়ের কাছে চাঁদার টাকা চেয়েছিল। টাকা না পেয়ে অভিমানে বাড়ির পাশের একটি আমগাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।