ঝিনাইদহে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতী বিক্ষোভ

OLYMPUS DIGITAL CAMERA

 

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহ অফিস: চাকরি স্থায়ীকরণের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি পালন করছেন ঝিনাইদহে পল¬ী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। বুধবার দুপুরে পল¬¬ী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্নস্থান ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অবস্থায় নেয় এবং কর্মবিরতি পালন করে। সমাবেশে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাহাঙ্গীর কবীর, দেলোয়ার হোসেন, আইয়ুব আলী, ওবাইদুর রহমান, কামরুল ইসলাম ও মাহবুব হোসেন। সেসময় বক্তারা বলেন, পল¬ী বিদ্যুৎ সমিতির মিটার রিডার বা ম্যাসেঞ্জার পদে আমরা চুক্তিভিত্তিক কর্মরত আছি। বিদ্যুতের অর্থবিভাগের গুরুত্বপূর্ণ কাজ গ্রাহকসেবা আমরা নিশ্চিত করি। রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে মিটারের রিডিং নিয়ে গ্রাহকদের বিল বিতরণ করি। ফলে, পল¬ী বিদ্যুৎ থেকে প্রচুর অর্থ উপার্জন ও রাজস্ব অর্জন করে সরকার। কিন্তু পরিতাপের বিষয়, এতো কষ্টের পরেও আমরা কেবলই পল¬¬ী বিদ্যুৎ সিস্টেমের চুক্তিভিত্তিক কর্মচারী।” সেসময় তারা, চুক্তিভিত্তিক চাকুরী বাতিল, ৫৫ বছর শেষ হওয়ার পুর্বে কোন লোক নিয়োগ করা যাবে না, কর্মী ছাটাই বন্ধসহ ৬ দফা দাবী আদায়ের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। অবিলম্বে এ দাবী না মানলে আগামীতে কঠোর কর্মসূচী ঘোষনার হুশিয়ারি প্রদান করেন। অনুষ্ঠানে ৬ টি উপজেলার ২ শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার উপস্থিত ছিলেন।