ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে করোনার কারণে বিপাকে পড়া ২ শ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের আরাপপুর মাস্টারপাড়ায় অ্যালাইভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পৌর মেয়র সাইদুল করিম মিণ্টু। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ প্রমুখ। ২৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি লবন, ২ কেজি ডাল ও ১ লিটার তেল পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।