চুয়াডাঙ্গা সোমবার , ২০ নভেম্বর ২০২৩

ঝিনাইদহে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ রুমঃ
নভেম্বর ২০, ২০২৩ ৮:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসমি ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর আলী ঝিনাইদহ শহরের ছোট ভুটিয়ারগাতি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমর আলী দীর্ঘদিন থেকেই ওই শিশুকে নানা প্রলোভন দেখিয়ে আসছিল। গত ১৮ নভেম্বর দুপুরে ওই শিশু সুপারি কাটার জন্য ওমর আলীর বাড়িতে গেলে একা পেয়ে তাকে ধর্ষণ করেন। এসময় ওমর আলীর সহযোগীরা বাড়ির বাইরে পাহারায় ছিল। এসময় শিশুটির মা ওমর আলীর বাড়িতে মেয়েকে খোঁজ করতে গেলে বাইরে পাহাররত ব্যক্তিরা দেশীয় তৈরি রামদা ও গাছিদা নিয়ে তাকে ভয় দেখিয়ে প্রধান আসামিকে পালাতে সহায়তা করেন। পরে তার চিৎকারে প্রতিবেশী ছুটে আসলে ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে ঝিনাইদহ র‌্যাব-৬। রোববার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে ধর্ষণ মামলার প্রধান আসামি ওমর আলীকে গ্রেপ্তার করে। ওমর আলী ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।