ঝিনাইদহে দোকান মালিক সমিতির দায়িত্ব গ্রহণ
- আপলোড টাইম : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের কেপি বসু সড়কে বাংলাদেশ দোকান মালিক সমিতি এ সভার আয়োজন করে। ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো. আনারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ব্যবসায়ী অ্যাড. এম এ মজিদ। এছাড়া মো. জাহিদুজ্জামান মনা, জেলা দোকান মালিক সমিতির নেতা মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম বিশ্বাস, মো. আমানউল্লাহ, মো. সাজু আহমেদ দুলাল, মো. রকিবুল আলম, মো. আলমগীর হোসেন, মো. রবিউল ইসলাম রবি, মো. মো. মনিরুজ্জামান খান মিঠু, মো. আজিজুল হক সান্ডি ও মো. মকলেচুর রহমান বক্তব্য দেন। প্রধান অতিথি বলেন, নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীদের পরিবেশ বজায় রেখে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে হবে। বিগত কমিটির সদস্যরা একজনের দোকান জোরপূর্বক অন্যজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়ে হয়রানি করেছে। বর্তমান কমিটি যেন তেমন কাজ না করে।