ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহ অফিস:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ঝিনাইদহের ছয় উপজেলার ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের সরকারি শিশু একাডেমি চত্বরে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন। এবার কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের তত্ত্ববাবধানে ৬টি পৌরসভা ও ৬টি উপজেলায় মোট ১ লাখ ২০ হাজার ১৩৩ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি ফ্যামিলি কার্ডে চিনি ১ কেজি ৬০ টাকা, মসুর ডাল ২ কেজি ১৪০ টাকা, ছোলা ১ কেজি ৫০ টাকা ও সয়াবিন তেল ২ লিটার ২২০ টাকা দরে মোট ৪৭০ টাকায় মিলবে এবারের টিসিবি প্যাকেজ।