ঝিনাইদহে জামায়াত শিবিরের ২১ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিJhenaidah-Arrest-Photo-21-0শেষ অভিযানে ছয় উপজেলা থেকে জামায়াত শিবিরের ২১ নেতা কর্মীসহ ৫৪ জনকে আটক করেছে পুলিশ।  শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে ছয় উপজেলা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার ক্যাম্পপাড়া এলাকার মুকুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৫), সেজিয়া গ্রামের নয়মুদ্দিনের ছেলে শাহাজান আলী (২৮), মিনহাজ উদ্দিনের ছেলে শফিউদ্দিন (৬০), নূর বক্স এর ছেলে শহিদুল ইসলাম (৪৫), কোটচাঁদপুর উপজেলার গাবতলা পাড়ার আব্দুল মান্নানের ছেলে আমিনুর রহমান (২৮), হাসপাতাল এলাকার মনিরুদ্দিনের ছেলে শফিউদ্দিন (৩৮), বলাবাড়ীয়া গ্রামের আতর আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৮) ও বিল্লাল হোসেন (৩৮)। পারলাট গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আব্বাস আলী (৬৫), দুধসরা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মনির হোসেন (৪০), কাগমারী গ্রামের আনছার মিয়ার ছেলে জয়নাল আবেদিন (৩০), একই গ্রামের রেনু মন্ডলের ছেলে আওলাদ (৩০), গুড়পাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে আবু বক্কর (৪৫), কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের রফি উদ্দিনের ছেলে রাকিব উদ্দিন (৩৫), হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামের জবেদ আলীর ছেলে রাহাজ উদ্দিন (৬০), মান্দারতলা গ্রামের বাদল মন্ডলেরর ছেলে আব্দুর রাজ্জাক (৪১), শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে নওশাদ মোল্লা (৫০), আনিপুর গ্রামের আবু তালেবের ছেলে মইনুদ্দিন (৩৫), একই গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৮), আনন্দনগর গ্রামের আব্দুল রহিমের ছেলে মহি উদ্দিন (৫০) ও সদর উপজেলার শালিয়া গ্রামের আসাদ আলীর ছেলে আশিকুর রহমান (২৯)। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।