শিরোনাম:
ঝিনাইদহে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ১২:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০১৬
- / ৩৩৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ অফিস: নাশকতার মামলায় ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কোটচাঁঁদপুর উপজেলা থেকে জামায়াত শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্যানো মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩৮ জনকে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সেসময় হরিণাকুন্ডু উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫ জন ও কোটচাঁদপুর উপজেলা থেকে ১ জন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতার করার অপরাধে মামলা রয়েছে। এছাড়া অন্যানো মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩৮ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ট্যাগ :