ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অসহায় হতদরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। জমিয়তে জাকিরীণের সহায়তায় সপ্তাহব্যপী ঝিনাইদহ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জমিয়তে জাকিরীণের পক্ষ থেকে বলা হয়, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার যারা খাদ্য সংকটে ছিল, তাদের মধ্যে মূূলত এই ত্রাণসহায়তা বিতরণ করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রায় ৩০০ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়। ফুরফুরা শরীফের পীর মাদারজাত ওলী ন’হুজুর কেবলা (রহ)-এঁর পৌত্র ও পীর আল্লামা বাকী বিল্লাহ সিদ্দিকী (রহ)-এঁর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকিরীণের মূখ্য নির্দেশক পীরজাদা মাওলানা জবিহহুল্লাহ সিদ্দিকী এক বিবৃতিতে অসহায় মানুষের এই দুর্যোগে সমাজের বিত্তশালীদের এই প্রক্রিয়ায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দানের মাধ্যমে মহান আল্লাহর তায়ালা পৃথিবীর মানুষের মধ্যে রিজিকের ভারসাম্যতা রক্ষা করেন। বিনিময়ে প্রতিদানও দিয়ে থাকেন। পীরজাদা বলেন, মানুষের সর্বাপেক্ষা প্রিয় বস্তু এবং জীবনযাপনের উপকরণ বা মাল ব্যয় করে আল্লাহ তায়ালার প্রতি ভালোবাসা এবং তার নির্দেশাবলীর প্রতি আনুগত্যের প্রমাণ দেওয়ায় হচ্ছে মজবুদ ঈমানের অংশ।
