ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সরকারি কেসি কলেজের সাবেক ভিপি ছাত্রদলের নেতা শাহাজাহানুর মিঠুর ২৯তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঝিনাইদহ জেলা ছাত্রদল। ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুর রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি ও ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অ্যাড. এম এম মশিয়ুর রহমান। বক্তব্য দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, কেন্দ্রীয় মৎসজীবীদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম ওয়াজেদ আলী, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, মুন্সী কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু, বিএনপির নেতা আসিফ ইকবাল মাখন, যুবদল নেতা আরিফুল ইসলাম আনন, জাহিদ বিশ্বাস, আবুল বাশার বাশী ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান সাহেদ। উল্লেখ্য, ২৯ বছর আগে ছাত্র মৈত্রী নামের একটি সংগঠনের সন্ত্রাসীদের হামলায় ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় গুরুতর আহত হন ভিপি মিঠু। পরে ঢাকায় তিনি মারা যান। ভিপি মিঠুর বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামে। তাঁর এক ভাই আলমও সরকারি কেসি কলেজের ভিপি ছিলেন।