চুয়াডাঙ্গা শনিবার , ৫ মার্চ ২০২২

ঝিনাইদহে কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা

নিউজ রুমঃ
মার্চ ৫, ২০২২ ৯:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ঝিনাইদহে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষক দল। জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজি মোজাম্মেল হক মিণ্টু সওদাগার ও নির্বাহী সদস্য মঈন উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম বাদশা, সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস, ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান ও নির্বাহী সদস্য পদে এ কে এম হারুন অর রশিদ মোল্যা নির্বাচিত হওয়ায় ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।