ঝিনাইদহে করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা

প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নুর-উর-রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিণ্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ প্রমুখ। বক্তারা, উপজেলা পর্যায়ে করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনা বৃদ্ধির বিষয়ে নানা কর্মসূচি গ্রহণের সিন্ধান্ত নেন।