প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহে করোনার সংক্রমণ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নুর-উর-রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিণ্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ প্রমুখ। বক্তারা, উপজেলা পর্যায়ে করোনার সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনা বৃদ্ধির বিষয়ে নানা কর্মসূচি গ্রহণের সিন্ধান্ত নেন।
হোম আজকের পত্রিকা শেষের পাতা ঝিনাইদহে করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা