চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-এঁর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা

নিউজ রুমঃ
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-এঁর জীবন এবং কর্মের ওপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন মিলানয়তনে এ আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম।

এছাড়া অন্যদের মধ্যে ঝিনাইদহ জেলার ভুতিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদুল্লাহ, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মো. মিজানুর রহমান ও মাস্টার ট্রেইনার মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের ঐতিহ্য অনুসারে তাঁকে ‘উম্মুল মুমিনিন’ বা ‘বিশ্বাসীদের মাতা’ হিসেবে আখ্যায়িত করা হয়। সকল বিশ^াসী মুসলিমদের কাছে তিনি অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার পাত্র। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করে পরহেজগারী হতে পারি। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।