ঝিনাইদহে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফাউন্ডেশনের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় অতিথি থেকে বক্তব্য দেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এনএম শাহ জালাল, নারকেলবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুর রহমান টুকু ও ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সৌভাগ্য যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এসে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছো।’ এর আগে ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিজয়ী প্রতিযোগীদের নিয়ে জেলা পর্যায়ে আজান, কিরাত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা, কবিতা, রচনা ও ইসলামিক জ্ঞানসহ ৭টি বিষয়ে ২০টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।