শিরোনাম:
ঝিনাইদহে আওয়ামী লীগের ২৮ নেতা-কর্মী কারাগারে
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ০৯:২৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ১৬ বার পড়া হয়েছে
নাশকতা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় ঝিনাইদহের কালীগঞ্জের ২৮ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক সঞ্জয় পাল এই আদেশ দেন। কালীগঞ্জ আদালতের জিআরও শ্যামল কুমার জানান, কালীগঞ্জ থানায় দায়েরকৃত নাশকতা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় গতকাল আওয়ামী লীগের এই ২৮ জন নেতা-কর্মী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৪ আগস্ট একেএম খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে কালীগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে এই মামলা করেন।
পুলিশ জানায়, আদালতে আত্মসমর্পণকৃত বেশিরভাগ আসামির বিরুদ্ধে পূর্বাশা কাউন্টার ভাঙচুর, বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও শিবির নেতাদের বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে।
ট্যাগ :