চুয়াডাঙ্গা বুধবার , ২৭ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিউজ রুমঃ
জুলাই ২৭, ২০২২ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজার থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ওই বাজারের পশ্চিমপাশে সড়কের পাশে একটি খুপরি ঘরে পড়ে ছিল। গতকাল মঙ্গলবার সকালে পথচারীরা লাশটি পড়ে থাকতে দেখে সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অজ্ঞাত ওই ব্যক্তি দুই বছরের অধিক সময় ধরে ওই খুপরি গরে বসবাস করতেন। কেউ তার ভাষা বুঝত না। ভাষা অনেকটা রোহিঙ্গাদের মতো হওয়ায় সবাই তাকে রোহিঙ্গা বলে ডাকত। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই লিঠন গতকাল মঙ্গলবার বিকেলে জানান,  পোস্টমর্টেরে পর জানা যাবে অজ্ঞাত ব্যক্তিটি কী কারণে মারা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।