চুয়াডাঙ্গা বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মা সমাবেশ অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ২৫, ২০১৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

HN PIC-22হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এইড ফাউন্ডেশনের ড্রিম প্রকল্পের ব্যানারে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬/৭/১৬ তারিখ হতে ২২/৮/১৬ ইং তারিখ পর্যন্ত উপজেলার দখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি নিশ্চিত মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষিত মা এ সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই স্লোগান কে সামনে নিয়ে এবারের মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন স্ব স্ব বিদ্যালয়ের এস.এম.সির সভাপতি গণ। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার ইউপি চেয়ারম্যানবৃন্দ। প্রধান শিক্ষক বৃন্দ অধিকার মঞ্চ সদস্য, ফেডারেশন সদস্য ও এইড ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।