ঝিনাইদহের সুবীর দাস হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের চাকলাপাড়া গ্রামের সুবীর দাস হত্যা মামলার অন্যতম আসামি মিঠুন দাসকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহ র‌্যাব যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার। গতকাল র‌্যাবের এক প্রেস বিজ্ঞপিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, জমি বণ্টন নিয়ে বিরোধের জের ধরে চাচা সত্যপদ দাসের সঙ্গে বিরোধ ছিল সবীর দাসের। ২০২২ সালের ৪ অক্টোবর চাকলাপাড়ায় চাচাতো ভাই মিঠুন দাসের হাতে খুন হন সুবীর দাস। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি মিঠুন দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ঝিনাইদহ র‌্যাব।