নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোঃ মনির আহমেদের নেতৃত্বে গত ১৭ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি চৌকস আভিযানিকদল নিয়মিত টহল করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়ক, আদর্শপাড়া(বকুলতলা) থেকে একই এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে হান্নানের বাড়ীর ভাড়াটিয়া চিহিৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার রূপদাহ খাপাড়ার আবু জার মোল্লার ছেলে আবু হুরায়রাকে(২৯) গ্রেফতার করে। তার দেহ তল্লাশী করে ৪৫ পিস ইয়াবা, ০৭ বোতল ফেন্সিডিল এবং নগদ ৪,৫৪২/- টাকা এসময় উদ্ধার করে র্যাব। আজ তাকে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় সোপর্দ করা হতে পারে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।