ঝিনাইদহের মহেশপুরে বিজিবি’র উদ্দ্যোগে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

bgb

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ ব্যাটিলিয়ন বর্ডার গার্ডের উদ্দ্যোগে কুসুমপুর কোম্পানী সদরের আয়োজনে, সীমান্তে নারী ও শিশু পাচার রোধ, মাদক পাচার ও কাটা তার কেটে ভারতীয় গরু আনা, অন্যান্য চোরাচালান থেকে বিরত থাকার জন্য জন সচেতনামূলক এক সভার আয়োজন করা হয়। কুসুমপুর বাজারস্থ টাওয়ার প্রাঙ্গনে কোম্পানী কমান্ডার সুবেদার মর্তুজার সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন ৪নং কুসুমপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিক্কার আলী, প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম প্রমূখ। গত ১৯অক্টোবর বিজিবি’র উদ্দ্যোগে সচেতনামূলক আলোচনা সভায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্যাম্প কমান্ডার আঃ ওয়াদুদ। সভায় প্রধান অতিথি, তার বক্তব্য বলেন, নারী ও শিশু পাচার, চোরা চালান, ভারতীয় তার কাটা কেটে গরু আনা ও বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ভারত থেকে পাচার এনে দেশের যুব সমাজকে ধ্বংশ করা হচ্ছে। এ ধরনের কাজ করা মারাত্মক ভাবে অপরাধ। এ থেকে বিরত থাকার জন্য সকলকে অনুরোধ করে। এ ছাড়াও তিনি চোরা চালানিদের প্রতি কঠোর ভাষায় বলেন, বাংলাদেশের ভাব মুর্তি অক্ষুন্ন রাখতে আমি এলাকা বাসীকে জানাচ্ছি, কিছু কালো টাকার লোভে পড়ে যদি কেউ চোরাচালান ও তার কাটা কেটে গরু নিয়ে আসে, তার বিরুদ্ধে প্রশাসনের সাহায্যে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি বর্ডার গার্ডের প্রতি অনুরোধ করে বলেন, আপনারা সর্বাবস্থায় সতর্ক থাকবেন, আমরা সার্বিক ভাবে আপনাদেরকে সহযোগিতা করবো। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির আহমেদ।