ঝিনাইদহের বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেনের ইন্তেকাল

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ শহরের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী ও মনোয়ার টেইলার্সের মালিক মনোয়ার হোসেন দিপু আর নেই। গতকাল শুক্রবার ভোরে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মনোয়ার হোসেন সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আনছার আলী মন্ডলের ছেলে। শহরের পরিচিত মুখ, যুবদল নেতা ও নামকরা টেইলার মাস্টার মনোয়ার হোসেন দিপুর মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত অসুস্থবোধ করছিলেন মনোয়ার হোসেন। এরই মধ্যে গতকাল ভোরে হঠাৎ বুকে ব্যথা উঠলে তাঁকে হাসপাতালে নেওয়ার পূর্বেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। গতকাল বাদ জুম্মা কোলা গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাযায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ^াস ও যুবলীগ নেতা হারুন অর রশিদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ মনোয়ার হোসেন দিপুর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।